কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’- শীর্ষক প্রতিপাদ্যে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা শিশু একাডেমীর কর্মকর্তা মখলেসুর রহমান, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে শেখ রাসেল দিবসে সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেলে দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।