কুষ্টিয়ায় বিএটিবির অফিস খোলা: চলছে তামাক ক্রয়-বিক্রয়

সারা পৃথিবী যখন ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম
খাচ্ছে সেখানে সরকারি নির্দেশ অমান্য করে অফিস খোলা রাখাসহ
তামাক ক্রয় বিক্রয় করছে কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
(বিএটিবি)।
কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবি)্#৩৯; জগতি
চেচুয়া লীফ রিজিওন অফিসে খোলা থাকায় অনেক মানুষের সমাগম
হচ্ছে।
একটি বিশ্বস্তসুত্রে জানা গেছে, শিল্পমন্ত্রনালয় থেকে একটা
অনুমোদন নিয়েছে কেবল অফিস খোলা রাখা ও সহায়তা করার জন্য। অথচ
এ সুযোগ কে কাজে লাগিয়ে তারা (বিএটিবি) রীতিমতো তামাক
ক্রয় করে চলেছে প্রতিনিয়ত।
শিল্প মন্ত্রনালয়ের উপসচিব মোখলেছুর রহমান আকন্দ ¯^া¶রিত গত ৩
এপ্রিল এর অনুমোদন দেয়।
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার দেশের সব সরকারি-
বেসরকারি অফিস ও শি¶া প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
কিন্তু তা উপে¶া করে অফিস কার্যক্রম পরিচালনা করছে বিএটিবি
টোব্যাকোর কর্মকর্তারাসহ সেখানকার কর্মীদের নিয়ে রীতিমতো
জনসমাগম সৃষ্টি করেন। ফলে করোনা ভাইরাস বিস্তারের শঙ্কা দেখা
দিলেও সেদিকে কোন তোয়াক্কা করছেন কতৃপ¶।
সাফের নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক বলেন, বিএটিবি
টোব্যাকো সরকারি আদেশ-নির্দেশ না মেনে কার্যক্রম পরিচালনা করে।
তারা অবৈধ তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনও করছে।
তাদের বিরুদ্ধে কঠোর পদ¶েপ নেওয়ার দাবি জানান তিনি।