কুষ্টিয়ায় ভেজাল তেল বিক্রির অপরাধে ২ জনের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে ভেজাল নারকেল তেল (প্যারাসুট)  বিক্রির অপরাধে কাজী মারুফ(৩৫) ও মাসুদ রানা (২৪) নামক ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে কাজীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা উপজেলার সদকী ইউনিয়নেনের বানিয়াকান্দি গ্রামের আব্দুল ওহাব শেখের পুত্র ও কাজী মারুফ ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমায়েতপুর গ্রামের কাজী আবুল কালাম আজাদের পুত্র।

এবিষয়ে রাজীবুল ইসলাম খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীদের কাছ থেকে ৯০টি নকল প্যারাসুট নারকেল তেলের বোতল জব্দ করা হয়।পরবর্তীতে প্রকৃত তেলের সাথে রং, গন্ধ মিল না থাকায় এবং আসামীদ্বয় স্বেচ্ছায় তাদের অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।