কুষ্টিয়ায় লালন শাহের ১২৯ তম তিরোধান দিবসের উদ্বোধন

বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৯তম তিরোধান দিবস পালন উপলক্ষ্যে লালন একাডেমি চত্বরে তিন দিনব্যাপী লালন মেলার উদ্বোধন করা হয়েছে । বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়াতে তিরোধান দিবসের তিন দিনের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন বিপিএম (বার), কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম ,(বার), জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক আজগর আলী, বিজ্ঞ পিপি এড. অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব।

উদ্বোধনী অনুষ্ঠানের সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো: শাহিনুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লালন একাডেমীর সহ-সভাপতি আজাদ জাহান। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নেজারত ডেপুটি কালেক্টর ও লালন একাডেমীর এ্যডহক কমিটি সদস্য সচিব এম.এ মোহাইমিন আল জিহান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো: আসলাম হোসেন।

কুষ্টিয়া প্রতিনিধি