কুষ্টিয়ায় সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কুষ্টিয়ায় সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মেধাবী শিক্ষার্থীদের সততাকে উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি দেওয়া হয়েছে।

বুধবার সকালে এসব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ অনুষ্ঠান আয়োজন করে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার (ভারপ্রাপ্ত) উপ নীল কমল পাল, কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রমজান আলী আকন্দ, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এসএম কাদেরী শাকিল, কমিটির সদস্য শাহ নওয়াজ আনসারী মনজু ও সদস্য সরকার রফিকুল ইসলাম শাহীন, সাইফুল আলম মারুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সততার শিক্ষাটা পরিবার থেকে শুরু করতে হবে। দুর্নীতি দমন কমিশন সততা সংঘের মেধাবী সদস্যদের বৃত্তি প্রদানের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে মূলত সততার বীজ বুনে দিচ্ছে। অনিয়ম দুর্নীতির প্রতি সোচ্চারে যাতে ক্ষুদে শিক্ষার্থীরাও উৎসাহী হয়, সেই উদ্দীপনা তৈরির জন্য এই বৃত্তি দেওয়া হচ্ছে।

২০২১-২০২২ অর্থবছরে ‘দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের সততাকে উৎসাহিত করার লক্ষ্যে কুষ্টিয়ার ৬ টি উপজেলায় সততা সংঘের ১২জন মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।