কুষ্টিয়ায় সরকারী নির্দেশনা না মানায় ৬৭ জনকে জরিমানা

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করা, বিকেল ৪ টার পর দোকান খোলা রাখা, গণপরিবহনে নিয়ম না মেনে যাত্রী বহণ করাসহ বিভিন্ন অপরাধে কুষ্টিয়ায় মোট ৬৭ মামলায় ৩২ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দিনব্যাপী কুষ্টিয়া শহরতলী, মিরপুর, ভেড়ামারা, ও কুমারখালী উপজেলায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম বলেন, শনিবার দিনব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করায় ও সেরকারী নির্দেশনা না মানায় দণ্ডবিধি ১৮৬০ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী ৬৭ টি মামলায় ৩২ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে মাস্ক ব্যবহার না করা, বিকেল ৪ টার পর দোকান খোলা রাখা, গণপরিবহনে নিয়ম না মেনে যাত্রী বহণ করাসহ একাধিক অপরাধে কুষ্টিয়া সদর উপজেলায় ১২ জনকে ১৩ হাজার টাকা, ভেড়ামারায় ২১ জনকে মোট ৪ হাজার ৭শ টাকা, কুমারখালীতে ২১ টি মামলায় ৯ হাজার ৭শ টাকা এবং মিরপুর উপজেলায় ১১ জনকে ৫ হাজার ২ শ’ টাকা জরিমানা করা হয়।