কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে দিনব্যাপী শহরের ডিসি অফিসের সামনে টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য অধ্যাপক সুশান্ত দাস, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড নূর আহমদ বকুল, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সরকার, কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড মজিবর রহমান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য গুজরত আলী মোল­া, নাসির উদ্দিন, লুৎফল হক পাপ্পানা, কুষ্টিয়া জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক ভিপি জাহিদুর রহমান, কৃষক সমিতির সভাপতি কমরেড এসরারুল হক, কুষ্টিয়া শহর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ইশতিয়াক আহমেদ সিয়াম, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ।

প্রধান অতিথি ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড সুশান্ত দাস বলেন, স্বাধীনতার ৪৮ বছর অতিক্রান্ত হলেও জনগনের মাঝে মুক্তিযুদ্ধের আকাঙ্খা এখনও প্রতিফলিত হয়নি। উপরোন্ত দেশে কয়েক দশক ধরে লুটেরা অর্থনীতি এবং অগনতান্ত্রিক পেশীশক্তির একটি রাষ্ট্র কাঠামো শক্তিশালী হয়েছে। শিল্প সংস্কৃতির নেতিবাচক এবং মৌলবাদী ধারাকে উস্কে দেয়া হয়েছে। পার্টির প্রতিটি কর্মীকে জনগনের পক্ষে দাড়িয়ে বৈষম্য নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিশেষ অতিথি কমরেড নূর আহমদ বকুল বলেন, বুয়েটে আবরাব হত্যার ঘটনা শিক্ষাঙ্গনের ভয়াবহ পরিস্থিতি,দলবাজি লেজুরবৃত্তি রাজনীতির বহি: প্রকাশ ঘটিয়েছে। সেই অপরাজনীতির মূলে রয়েছে কালো টাকা।

পেশী শক্তির দুর্নীতিবাজ রাজনীতি আজকে আবরাব হত্যাকান্ডকে ঘিরে ছাত্র রাজনীতি বন্ধের পায়তারা করছে এবং মৌলবাদী রাজনীতিকে উৎসাহিত করছে। সম্মেলনে আলোচনা শেষে একটি লাল পতাকার মিছিল শহর ঘুরে এসে আবার সম্মেলনস্থল টাউন হলে মিলিত হয়।

সম্মেলনে কাউন্সিলাররা ১৯ জন কমরেডকে জেলা কমিটির সদস্য নির্বাচিত করেন। জেলা কমিটির সদস্যরা বৈঠকে বসে কমরেড ফজলুল হক বুলবুলকে সভাপতি ও হাফিজ সরকারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পুনরায় প্রদান করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, আব্দুল হক, নাসির উদ্দিন, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম বাবু,গুজরত আলী মোল­া, জহুরুল হক দুলাল, লুৎফুল হক পাপ্পান্না, এসরারুল হক, আমজাদ হোসেন খোকন, দেলোয়ার হোসেন,মজিবর রহমান, হালিমুজ্জামান, জাহিদুর রহমান, রাশেদ খান, সোহেল রানা, মকলেসুর রহমান।

নিজস্ব প্রতিনিধি