প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৭:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২১, ৭:১৪ অপরাহ্ণ
কৃতজ্ঞতা – জান্নাতুন নাহার নূপুর
ভালোবেসেই পিন্জিরা দিয়েছি খুলে
উড়তে পারো ডানা মেলে।
ভাবছো দাবি আছে
বরং আমি কৃতজ্ঞ।
কারণ
তোমাকে ভালোবেসে
কবিতা পেয়েছি,
পেয়েছি সরল জীবনবোধ
পেয়েছি বেঁচে থাকার স্বপ্ন।
শুধু পাইনি
ভালোবেসে তোমাকে!!!