'হাজীসাব খারাপ নয় মন্দ গায়ের লোক,' ক্ষোভে বলে মদন মোহন লাল করে চোখ।
কৃষকের কষ্টে কান্দেন দূর করতে অভাব, খান না ওনি সুদের টাকা আদায় করেন লাভ!
ধান নিতে দিয়েছিলেন অর্ধেক দামে টাকা; ধারে দেন, আবাদের খরচ গোলা করেন ফাঁকা।