গাংনীতে কৃষক বাদলের ঘাড় মটকে দিয়েছে প্রতিপক্ষরা

পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে বাদল হোসেন (৪০) নামের এক দিন মজুর কৃষকের ঘাড় মটকে দিয়েছে প্রতিপক্ষরা।

আহত বাদল হোসেন গাংনী উপজেলার আযান গ্রামের মসজিদপাড়া এলাকার আবু ছদ্দিনের ছেলে।

আজ শনিবার (২০ আগষ্ট) তাকে গাংনী উপজেলা হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রফোর্ড করা হয়েছে।

আহত আবু ছদ্দিন জানান, স্থানীয় একটি পুকুরে আমার পাট জাগ দেওয়া আছে। আমার জাগ দেওয়া পাটের উপর বসে একই গ্রামের জেহেল আলী ও মফিজুল ইসলাম পাট জাগ দিচ্ছিল। আমি তাদের নিষেধ করাই আমার উপর হামলা শুরু করে। তারা আমার ঘাড় ধরে মটকে দেই। এসময় আমি মাটিতে পড়ে থাকলে তার উপর কিল ঘুঁষি মেরে আহত করে। আমার চিৎকারে এলাকার মানুষ ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে গাংনী উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।

তার স্বাস্থ্যে অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।