ভয়ে ভয়ে কাটতো সময় কখন যেনো আসে, কার মায়ের পুত গুলি করে চোখের জলে ভাসে!
কে রাখে আর কার খবর বা নিজকে নিয়ে ব্যাস্ত, কার ঝি বউ কোথায় রাখে কার উপর হয় ন্যাস্ত?
মরণ কান্না আর্তনাদ আর ঘর বাড়ি পুড়ার শোক, কারও ভাই কারও বাপ মরার বেদনায় ভাঙ্গা বুক!