কোটচাঁদপুরে কৃষিবনায়ন গবেষনা ভিত্তিক বশেমুরকৃবির মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে কৃষকের মাঠে ফল বাগান-ভিত্তিক কৃষি বনায়ন পদ্ধতিতে বশেমুরকৃবি কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন সবজি চাষের উপর গবেষণা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এর কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বশেমুরকৃবি এর প্রধান গবেষক প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজগর আলী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হুমায়ন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এর কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. সত্যরঞ্জন সাহা, বশেমুরকৃবি এর জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. নাসরিন আক্তার আইভি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ মোঃ মহাসীন আলী, সুপ্রিম সীডের ডিএমডি মোঃ মাহতাব উদ্দিন প্রমূখ।