কোটচাঁদপুরে জাতীয় শিক্ষক দিবস পালন

ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্থানীয় কোটচাঁদপুর  বালিকা বিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোমেন আল আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল প্রাক্তন শিক্ষক আব্দুর রশিদ, শিক্ষিকা লতিফা খানম।
এ ছাড়া উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য সাংবাদিক মোঃ মঈন উদ্দিন খান, মফিজুল ইসলাম,প্রভাষক মোঃ সাইফুর রহমান,সহকারি প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির।এসময় বক্তরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষকতা মহান এক পেশা।
শিক্ষকরা হলেন একটি মোমবাতির মত যারা নিজে প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। একজন  মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলার জন্য পরিবারের পরেই সমাজের সবচেয়ে দায়িত্ববান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষকরা। শিক্ষকরা হলেন  মানুষ গড়ার কারিগর।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রী তাহমিদ ইসফার।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে সহকারি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।