কোটচাঁদপুরে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বুধবার বিকালে স্থানীয় মেইন বাজার পায়রা চত্তরে সংগঠনটির কোটচাঁদপুর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কোটচাঁদপুর শাখার সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা মকবুল হোসেনের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জমান তুহিন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, মিতালীর সভাপতি সুব্রত ব্যানার্জী, কবি মিতুল সাইফ, জাসদ নেতা শামীম হোসেন বাবু প্রমূখ।

বক্তারা বলেন, সরকার দরিদ্র মানুষের কথা ভেবে কম মূল্যে টিসিবির পণ্য দিচ্ছে। এরপরও বাজারে চাল,আটা, তেল সহ নিত্যপয়োজনীয় পণ্যের মূল্য বেড়েই চলেছে। অসাধু ব্যাবসায়ীরা কৃত্তিম সংকট দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করছে।

এসময় তারা নিয়মিত বাজার মনিটরিং সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে জনসাধারণ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।