কোটচাঁদপুরে বদর উদ্দিন (বুদো) হত্যার ৭ দিন পার হলেও গ্রেফতার হয়নি আসামী

ভিটে-মাটি উচ্ছেদ ও স্ব-পরিবারে হত্যার হুমকী-ধামকী আসামী পক্ষের ,ঝিনাইদহের কোটচাঁদপুরে বদর উদ্দিন (বুদো) হত্যার ৭ দিন পার হলেও গ্রেফতার হয়নি আসামীদের কেউ । মামলা করায় বাদীর পক্ষের ভিটে-মাটি উচ্ছেদ ও স্ব-পরিবারে হত্যার হুমকী-ধামকী অব্যহত রেখেছেন আসামী পক্ষ।

গেল ১৯ নভেম্বর ধান ঝাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাথির আঘাতে মারা যায় বুদো (৬৩)। বিষয়টি নিয়ে মৃতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় গেল ২০-১১-২০ তারিখে ৫ জনের নামে মামলা করেন।বিষয়টি নিয়ে কথা হয় মৃতের ছেলে আনারুল ইসলামের সঙ্গে তিনি বলেন,মামলা করার পর থেকে আসামী পক্ষের স্বজনরা আমাদের ভিটে-মাটি উচ্ছেদ করে দেবে। মেরে ফেলবে আমাদের সবাইকে। এ ভাবে হুমকী-ধামকী অব্যহত রেখেছেন। আনারুল বলেন,গেল ২৪ তারিখে কোটচাঁদপুর সার্কেলের পুলিশ সুপার মোহাইমুনুল ইসলাম বাড়িতে এসেছিল।খোজ খবর নেন। আসামী গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন তিনি।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, আসামী এখনও কেউ ধরা পড়েনি।