জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫- উপলক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
কোটচাঁদপুর উপজেলা মৎস্য অফিসার দ্বীন ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যুগ্ম সচিব হাসানুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আনোয়ার কবির (প্রশাসন-২) কেন্দ্রীয় মৎস্য অধিদপ্তরের সহকারী সিনিয়র পরিচালক, জোবাইদুর রহমান, জেলা মৎস অফিসার ফরহাদুর রেজা, বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারির সিনিয়র সহকারী পরিচালক মাহাবুবুর রহমান, দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দেশের অন্যতম নদীগুলোর মধ্যে কপোতাক্ষ নদী, চিত্রা নদী, বুড়োর বিল, জলোরের বিল, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ পুকুর, বিদ্যাধার পুর আশ্রয়ন প্রকল্পের পুকুরসহ এই ছয়টি জলাশয়ে সর্বমোট ৪২৯ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ দেশীয় প্রজাতির মাছ অন্তর্ভুক্ত ছিল।
পরে সচিব মহোদয় কোটচাঁদপুরের শিবনগরে অবস্থিত রাইয়ান জৈব কৃষি প্রকল্পের মুক্তা, মাছ, ফল ও সবজি চাষ ঘুরে ঘুরে দেখেন। মুক্তা চাষ সম্পর্কে সচিব কে বিস্তারিত জানান এবং ঝিনুকের ভিতরে কিভাবে মুক্তা তৈরি হয় সেটা একটা ঝিনুক সিজার করিয়েও দেখান রাইয়ান জৈব কৃষি প্রকল্পের স্বত্বাধিকারী ডঃ নজরুল ইসলাম।