কোটচাঁদপুরে শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন রোধ, মাদকের কুফল, সামাজিক সাম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রতিরোধে শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্ব। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ মইন উদ্দিন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,বাল্যবিবাহ,নারী শিশু নির্যাতন, মাদক একটি সামাজিক ব্যাধি। নারীর অগ্রযাত্রায় বাল্যবিবাহ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধি প্রতিরোধের লক্ষ্যে সরকার বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ প্রণয়ন করেছে। উল্লেখপূর্বক প্রশাসনের পাশাপাশি সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষকা, শিক্ষার্থী, অবিভাবক সহ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।