কোটচাঁদপুরে ১২ বোতল ফেনসিডিল সহ এক জন আটক

১২ বোতল ফেনসিডিল সহ সজিব হোসেন (৩২) কে আটক করেছেন ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ। তবে পালিয়েছেন ফেন্সিডিলের আরেক মালিক সোহাগ হোসেন। গতকাল শনিবার সন্ধ্যা রাতে কোটচাঁদপুরের মোতালেব মার্কেট থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) শাহিন উদ্দিন বলেন,জেলা গোয়েন্দা শাখার এক দল পুলিশ গোপন সংবাদে কোটচাঁদপুরের মোতালেব মার্কেটে অভিযান চালান। এ সময় আটক করেন সজিব হোসেনকে। তাঁর কাছ থেকে উদ্ধার করেন ১২ বোতল ফেনসিডিল। সজিব মহেশপুরের মেইন আলামপুরের গোলাম মোস্তফার ছেলে।

ওই সময় পালিয়ে যান কোটচাঁদপুর সোহাগ গার্মেন্টের্সের মালিক ও উদ্ধার হওয়া ফেনসিডিলের আরেক মালিক সোহাগ হোসেন। সে কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক( এসআই) হারুন অর রশিদ জানান,শনিবার মামলা দিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি)। তারা এ মামলার তদন্তকারি কর্মকর্তা। এ কারনে বিষয়টি বিস্তারিত আমার কাছে নাই।