কোটচাঁদপুরে ৪র্থ “ডিজিটাল বাংলাদেশ” দিবস পালিত

“যদিও মানছি দুরুত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪র্থ “ডিজিটাল বাংলাদেশ” দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রিয়াজ হোসেন ফারুক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রতন মিয়া, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার মোঃ জিয়াউল ইসলাম ও তথ্যসেবা কর্মকর্তা তানিয়া সুলতানা। কোটচাঁদপুর মডেল সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ আইসিটি শিক্ষক সাজেদুর রহমান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে সেমিনারে অংশ নেয় কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাইমা আজগর সামিয়া, শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুজানা সানজু খাঁন, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ জাহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।