কোটচাঁদপুর-জীবননগর সড়কে লংভেহিকেল-আলমসাধু সংঘর্ষে নিহত ১,আহত ৪

ঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কে বিদ্যুতের পোল বোঝাই লং ভেহিকেল-আলমসাধু সংঘর্ষে ১ জন নিহত ও ৪ আলমসাধু যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরতর আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কের বর্জাপুরে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক লংভেহিকেলের গাড়ী চালক ও হেলপার কে আটক করেছে পুলিশ।

পুলিশসূত্রে জানাযায়, বুধবার সকাল ১০টার দিকে কোটচাঁদপুর থেকে আলমসাধু বোঝাই কয়েকজন দিন মজুর জীবননগর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বর্জাপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পোল বোঝাই একটি লংভেহিকেল গাড়ী আলমসাধু গাড়ীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন (৩২) নামে এক দিন মজুর নিহত হন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এদের মধ্যে দুজনার অবস্থার অবনতি হলে তাদেরকে যশোর জেনারেল হানসপাতালে রেফার্ড করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ঘাতক গাড়ী এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

মেপ্র/আরজেএম

আরো পড়ুন –
আর্থ সামাজিক উন্নয়নের অংশিদার হতে চায় গাংনীর সন্ধানী সংস্থা