
কোটচাঁদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জীবন উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার শহরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা ও মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় ঝিনাইদহ জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সংস্থা সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জীবন উন্নয়ন সংস্থার শিক্ষা বৃত্তি কমিটির সভাপতি উপজেলা সমাজসেবা অফিসার মো. বসির আহম্মেদ, শিক্ষা বৃত্তি কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর ইসলাম এবং স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
কেন্দ্র পরিদর্শন শেষে তারা জানান, কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যেই এ বৃত্তির আয়োজন করা হয়েছে। সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন।
জীবন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অতি দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সনদ প্রদান করা হবে।