কোটচাঁদপুর পল্লীতে তথ্যসেবা’র উঠান বৈঠক অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং জাতীয় মহিলা সংস্থার আওতায় ‘তথ্য আপা’ প্রকল্পের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগা প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন ও বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা তথ্য আপা কেন্দ্রের আয়োজনে উপজেলার সাফদারপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে উঠান বৈঠকে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহসিন আলী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, তথ্য সেবা সহকারি মমতাজ খাতুন, শারমিন আক্তার, সাংবাদিক এস.এম রায়হান উদ্দীন, অফিস সহায়ক আফসানা খাতুন সহ তথ্য আপা সেবার সুবিধাভোগী গ্রামের সুবিধা বঞ্চিত নারীরা।