কোটচাঁদপুর পল্লীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কোটচাঁদপুর পল্লীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে অবৈধভাবে মাটি কাটা ও জব্দ জালে দেয়া হয়েছে আগুন। শনিবার উপজেলার পৃথক দুইটি স্থানে এ অভিযান চালান প্রশাসন।

জানা যায়,শনিবার সকালে উপজেলার কাগমারি গ্রামের আজিজুল ইসলাম (আজা) ভেকু দিয়ে মাটি কাটছিল। এমন খবরে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে ঘটনাস্থলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পাঠান। পরে ওই মাটি কাটা বন্ধ করিয়ে ভেকু তুলেদেন।

অন্যদিকে, শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার( ভুমি) নিরুপমা রায় কোটচাঁদপুরের কপোতাক্ষ নদের জগন্নাথপুর অংশে অভিযান চালান। এ সময় তিনি ১৪ টি চায়না নিশিদ্ধ দোয়াড়ি জব্দ করা হয়। পরে তা ওই নদের তীরেই আগুন দিয়ে ধ্বংস করা হয়।

জাল ধ্বংসের সময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার,কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোঃ আজিজ। এ ছাড়া সঙ্গীয় পুলিশ সদস্যরাও ওই অভিযানে ছিলেন।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন,বিষয়টি জেনেছি। খোজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে সহকারী কমিশনার( ভুমি) নিরুপমা রায়ের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।