কোটচাঁদপুর পৌর নির্বাচনে ২ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচনে ২ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। গত শনিবার (৩০ জানুয়ারী) কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে আ. লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী (মোবাইল প্রতীক) সহিদুজ্জামান সেলিম ৮ হাজার ৩’শ ৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী সালাহউদ্দীন বুলবুল সিডল (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৭ হাজার ১’শ ২৮ভোট।

অন্যদিকে আ. লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শাহাজান আলী পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট। অপরদিকে বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জিরে পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট।

নির্বাচন আইন অনুযায়ী জামানত ফিরে পেতে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ পেতে হয়। ৩০ জানুয়ারী অনুষ্ঠিত কোটচাঁদপুর পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডে ২৭ হাজার ৪’শ ৯৩ জন ভোটারের মধ্যে ১৯ হাজার ৮’শ ৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে ৩০১ ভোট।

সেই হিসাবে ২ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহিদুজ্জামান সেলিম এবং সালাহউদ্দীন বুলবুল সিডল উভয়ে পেয়েছেন ১৫ হাজার ৪’শ ৭০ ভোট।

অপরদিকে আ. লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শাহাজান আলী এবং বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জিরে উভয়ে পেয়েছেন ৪ হাজার ’১শ ২৭ ভোট।

যা মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের কম। সেই হিসাবে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৭২.৩৭ শতাংশ।