কোটচাঁদপুর ভোট চাইলেন কেন্দ্রীয় নেতা

তৃতীয় ধাপের পৌর নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীরা। করছেন গণসংযোগ, পথসভা সহ মোটরসাইকেল শোভাযাত্রা।

শেষ প্রচারণা হিসেবে আ.লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী শাহাজান আলীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের পায়রা চত্তরে এই জনসভা অনুষ্ঠিত হয়। পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডলের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আ.লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাশ, ঝিনাইদহ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ধর, কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, কালিগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলামসহ আ.লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সভায় সকল নেতা-কর্মীদের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে অনুরোধ জানানো হয়।

সূত্র মতে কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে ৪ মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৪ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৪ টি কেন্দ্রে ২৭ হাজার ৪’শ ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪’শ ৮৫জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ৮ জন।