কোটি মানুষের টিকা প্রদানে গাংনী পৌরসভার ভ্রাম্যমাণ প্রচারণা

আগামি ২৬ ফেব্রুয়ারী সারাদেশে এক কোটি মানুষকে করোনা ভাইরাস টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

এ কর্মসুচী বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরের গাংনী পৌরসভার পক্ষ থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ প্রচারণা। খোলা ট্রাকের উপরে শিল্পীরা গান গেয়ে বিভিন্ন এলাকায় টিকা গ্রহণের জন্য সচেনতনা সৃষ্টি করছে।

বুধবার দুপুরের গাংনী হাসপাতালে বাজারে এ প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

করোনা ভাইরাসের যখন সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছিল ঠিক সেই মুহুর্ত থেকেই গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী বিভিন্ন ভাবে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানুষের বাড়ি বাড়ি খাদ্য পৌছে দেয়া এবং হাট বাজারে মাস্ক বিতরণ অব্যাহত রেখেছিলেন।

প্রথম থেকে সম্মুখ যোদ্ধা হিসেবেই মাঠে ময়দানে কাজ করে চলেছেন। করোনার ভয়াবহতা, মৃত্যু আর আক্রান্ত মানুষের ক্ষতি তুলে ধরে গানের মাধ্যমে প্রচারণা করা হচ্ছে।