কোনো ইশারা, বা ওহি নির্বাচনের মাঠে কাজ হবেনা —-নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান(অবঃ) বলেছেন, কোনো ইশারা, কোনো ওহি নির্বাচনের মাঠে কাজ হবেনা। সারাদেশে ১৩৩ টি ইউনিয়ন পরিষদ, ৬ টি পৌর ও ১ টি সিটি করপোরেশন নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং ম্যাসিন (ইভিএমে) হবে। একটি সুন্দর, স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখবে জেলাবাসী। এজন্য নির্বাচন কমিশন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ শুনতে চাইনা।

আজ শনিবার (২৮ মে) দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মোঃ নুরুজ্জামান তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী, মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

স্থানীয় সরকারের উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার।

উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও মেহেরপুর পৌরসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়োজিত রিটার্নিং অফিসার তারেক আহমেদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুল আজিজ, মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।