ক্রলির ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড, কোণঠাসা পাকিস্তান

তৃতীয় টেস্টে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জ্যাক ক্রুলি এবং জস বাটলারের ব্যাটিংয়ে কোণঠাসা পাকিস্তান। ক্রুলির ডাবল সেঞ্চুরি আর বাটলারের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পথে ইংল্যান্ড।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৪৮৮ রান। ২৬৭ রানে ক্রুলি আউট হলেও ১৩৯ রানে ব্যাট করছেন জস বাটলার।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবলে পরিণত করলেন জ্যাক ক্রলি। পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে নতুন মাইলফলক স্পর্শ করলেন ২২ বছর বয়সী ইংলিশ এ তরুণ ব্যাটসম্যান।
১৯৭৯ সালের পর ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী হিসেবে ডাবল সেঞ্চুরির নজির স্থাপন করেছেন ক্রলি। ১৯৭৯ সালে ক্যারিয়ারের ১২তম টেস্টে ভারতের বিপক্ষে বার্মিংহামে সেঞ্চুরি করেছিলেন ডেভিড গাওয়ার।

শুক্রবার প্রথম দিনে ৪ উইকেটে ৩৩২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। আগের দিনে ১৭১ রানে অপরাজিত থাকা ক্রলি শনিবার ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন ভোজের পরপরই ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন।

অবশ্য লাঞ্চের কিছু আগেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার।

এর আগে প্রথম টেস্টে হার, দ্বিতীয় টেস্ট ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তৃতীয় টেস্টেও বৃষ্টির হানা। তবে বৃষ্টির চোখ রাঙানি কাটিয়ে মাঠে চলছে ইংল্যান্ড-পাকিস্তানের লড়াই।

পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ ২টি, ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, আসাদ শফিক এবং নাসিম শাহ।

সূত্র- বিডি প্রতিদিন