খুকি ও বিড়ালছানা – কনক কুমার প্রামানিক

বিড়াল ছানা বিড়াল ছানা
করো ম্যাও ম্যাও,
ছুটে বেড়াও সকল ঘর
কি তুমি খাও?
ধরতে গেলে পালিয়ে যাও
তুমি বড্ড পাজি,
আসলে কাছে আদর পাবে
তুমি রোজ রোজই।
অনেক কিছু দেবো তোমায়
মাকে আড়াল করে,
দুধ খেতে ভালোবাসো তাই
দেবো বাটি ভরে।
তোমার মা টা বেজায় পাজি
থাকে ছেড়ে ছেড়ে,
মন খারাপ হলে তোমার
এসো আমার ঘরে।