
এপেক্স বাংলাদেশের খুলনাতে এপেক্স ক্লাব জেলা-৬ এর কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে হোটেল ডিএস প্যালেস কনফারেন্স রুমে খুলনা এপেক্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এ্যাড. জিএম আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান এম সায়েম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু নাঈম মোঃ মাকসুদুর রহমান, ন্যাশনাল একশন ডাইরেক্টর এপেক্সিয়ান রফিকুল ইসলাম ও ন্যাশনাল এক্সটেনশন ডাইরেক্টর এপেক্সিয়ান শাহনাজ পারভীন সেতু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা-৬ এর গভর্নর এ্যাডঃ শেখ আমীর হামজা। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এরপর এপেক্স সংগীত ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রথম পর্বে আলোচনা সভা ও জেলা-৬ এর অধীনে ক্লাবগুলোর বার্ষিক রিপোর্ট ও ডিজি ৬ এর বার্ষিক রিপোর্ট উপস্থাপন করা হয় ও রিপোর্টের উপর বিস্তারিত আলোচনা করা হয়।
দ্বিতীয় পর্বে জেলা ০৬ এর আগামী ২০২৬ সালের জন্য নুজন জেলা গভর্নর নির্বাচন করা হয়। নির্বাচনে আগামী বছরের জন্য এপেক্স ক্লাব অব মেহেরপুরের প্রেসিডেন্ট রফিকুল আলম বকুল কে জেলা-৬ এর নতুন গভর্নর নির্বাচিত করা হয়।৷ ন্যাশনাল বোর্ড, সকল ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারি ও সদস্যদের সম্মতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মেহেরপুরের জেলার মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল কে সর্বসম্মতিক্রমে জেলা-৬ এর নুতন গর্ভনর নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের জন্য এপেক্স ক্লাব অব মেহেরপুর বেস্ট ক্লাব ও বেস্ট প্রেসিডেন্ট হিসেবে মেহেরপুর ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম বকুল কে নির্বাচিত করে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান এম সায়েম টিপু এপেক্সিয়ানদের উদ্দেশ্যে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এপেক্স ক্লাবকে আরও বেগবান ও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আগামী জেলা ৬ কে গতিশীল ও কার্যকর করতে নুতন গভর্নরের প্রতি আহ্বান জানান।


