খুলনা বিভাগের সিনিয়র রোভার মেট হলেন মেহেরপুরের অনিক

খুলনা বিভাগের সিনিয়র রোভার মেট হলেন মেহেরপুরের অনিক

খুলনা বিভাগের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হলেন মেহেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট অনিক হাসান।

গত রবিবার (১০ মার্চ ) বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মুহম্মদ এনামুল হক খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

অনিক হাসান মেহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড মুখার্জি পাড়ার শহিদুল ইসলাম ও বিলকিস বেগমের ছেলে এবং মেহেরপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপবিধির ২২(দ) ধারা অনুযায়ী বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধিগণ আঞ্চলিক নির্বাহী কমিটির সম্মানিত সদস্য। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের আট বিভাগ থেকে আটজন প্রতিনিধি নির্বাচিত হয়েছে। তারা স্ব স্ব বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ও জেলা রোভার সম্পাদকের সাথে যোগাযোগ রক্ষা করে নিজ বিভাগের রোভার স্কাউটদের সুবিধাদি নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা রাখবে।