খেজুর কাহিনী

খেজুর কাহিনী

এই ছেলে তুমি চললে কোথায়?
–মসজিদে যাই,
এক বড়লোক ইফতারিতে খেজুর দেবে তাই!
ও…আচ্ছা,
তোমার বাড়ির ইফতারিতে বুঝি খেজুর নাই?
–না গো বাবু না! আমার আব্বা কি করে খেজুর কিনবে বলো?
খেজুর যে হাজার টাকা কেজি!বাপটা আমার মুনিশ খেটে খায়,
খেজুর কেনার মত টাকা বাপের কাছে নাই!
বাবু,,,বাপটা আমার বড্ড নিরুপায়!
আচ্ছা বাবু, তুমি কি জানো, খেজুর খাওয়া হালাল না হারাম?
–কেন,তুমি জানোনা খেজুর খাওয়া তো হালাল!
খেজুর খাওয়া হারাম হতো যদি!
মনটা খারাপ করতো না মা হাসতো নিরবধি!

লেখক: ছড়াকার, মেহেরপুর প্রতিদিন।