খোকসায় নৌকার তারিকুলের বিজয়

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আবারো আওয়ামী লীগের প্রার্থী তারিকুল ইসলাম নির্বাচিত হয়েছে।

ভোটগ্রহণ শেষে বেসরকারি ভাবে তিনি নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৯ হাজার ৩৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাফিজ আহম্মেদ খান রাজু পেয়েছেন ১ হাজার ৫৮৩ ভোট।

পৌরসভার ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১৪ হাজার ৯৪০।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গতকাল সোমবার সকাল আটটায় শুরু হওয়া এ নির্বাচন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়।

প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়। সকাল থেকে শেষ অবদি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চখে পড়ার মত। তবে বিএনপি প্রার্থীর এজেন্ট তুলনামূলক কম ছিল।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আব আনছার জানান, ভোটের নিরাপত্ত্বায় কেন্দ্রগুলোতে পুলিশ আর আনছারের অবস্থানের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেটেদের নেতৃত্বে কয়েকটি মোবাইল টিম কাজ করেছে। দুই মেয়র প্রার্থী ছাড়াও ৯ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলের ৩ পদে ১০ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করেন।