গম্ভীরকে টপকে আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন মরগান

আইপিএলের আরব আমিরাত পর্ব একেবারেই বাজে যাচ্ছে ইংলিশ তারকা এইউন মরগানের। রান পাচ্ছেন না তিনি। গত চার ম্যাচে মরগানের রান ২, ০, ৮ ও ৭ রান। ১১ ম্যাচে ১০৯ রান করেছেন মাত্র। অধিনায়কত্ব নিয়েও প্রশ্নের সম্মুখীন, দল হারছে তার।

শুক্রবারও পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরে গেছে কলকাতা নাইটরাইডার্স। আগে ব্যাট করে পাঞ্জাবকে ১৬৬ রানের লক্ষ্য দেয় মরগানের কলকাতা। যা শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে দেন পাঞ্জাবের শাহরুখ খান।

ম্যাচে নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ৪৯ বলে ৬৭ এবং রাহুল ত্রিপাঠির ২৬ বলে ৩৪ রান করেন। কিন্তু অধিনায়ক মরগান করেন মাত্র ২ রান। পেসার মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফেরেন মরগান। আর এই আউট হওয়ার মধ্যে দিয়েই লজ্জার এক রেকর্ডের শীর্ষে উঠলেন মরগান।

পেছনে ফেললেন কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরকে। চলতি মৌসুমে মরগানের এখন পর্যন্ত এক অঙ্কের রান করা ইনিংস ৯ টি। এতোদিন ধরে আইপিএলে অধিনায়ক হিসেবে এ লজ্জার রেকর্ডটি ছিল গম্ভীরের।

মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলেছিলেন গম্ভীর। ২০১৪ সালে ৮টি এক অঙ্কের ইনিংস খেলে আউট হন কেকেআরকে দুইবার শিরোপা এনে দেওয়া অধিনায়ক।

এর মাঝে ২০১৭ সালে রোহিত শর্মা ৮টি এক অঙ্কের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস