
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়নকান্দি গ্রামের হতদরিদ্র দিনমজুর খেটে খাওয়া রোজদার আলী মন্ডল, পিতা মৃত বদর আলী মন্ডল।
বাক প্রতিবন্ধী সন্তানের জীবন বাঁচাতে বিত্তশালীদের নিকট সাহয্যের আবেদন করেছেন অসহায় পিতা। হতদরিদ্র পিতা রমজান আলীর উপরে প্রতিবন্ধী জব্বারুলসহ নির্ভরশীল পরিবারের ৭ সদস্য।
প্রতিবন্ধী জব্বারুল দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাগত। টাকার অভাবে বাইরে নিয়ে চিকিৎসা করানোর ক্ষমতা না থাকলেও স্থানীয়ভাবে বিভিন্ন চিকিৎসা করানো হয় জব্বারুলকে তাতে তিনি সুস্থ হয় নাই।
এমতাবস্থায়, স্থানীয়দের সহযোগীতায় হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করাতে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে।
উপায়ান্তর না পেয়ে কুষ্টিয়া হাসাপাতালে তাকে ভর্তি করানো হয়, সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর জব্বারুলের ডায়াবেটিস, গ্যাষ্টিক, আলসার ও পাকস্থলীতে ছিদ্র ধরা পড়ে। যার কারণে পায়খানা এবং বমিতে রক্তক্ষরণ হয়।
তিনদিন চিকিৎসারপর জরুরীভাবে তাকে রাজশাহী মেডিক্যালে নিয়ে যেতে বলে। দীর্ঘ একমাস যাবত রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে এই হতদরিদ্র রোজদার আলীর ছেলে প্রতিবন্ধী জব্বারুল। সামান্য উপার্জনে পরিবারের ৭ সদস্যের ব্যয়ভার বহন করে চিকিৎসা খরচ চালিয়ে যাওয়া মোটেও সম্ভব নই তার।
এমতাবস্থায় সুচিকিৎসার জন্য সমাজের বিভিন্ন শ্রেণীর বিত্তবান ও পেশাজীবী মানুষের নিকট প্রতিবন্ধী জোব্বারুলের পিতা সাহায্যের আবেদন জানিয়েছেন। যোগাযোগ এবং সাহায্য পাঠানোর নম্বর- (বিকাশ নাম্বার:০১৭৫০৩৮৯৪০৩, ০১৭১৯৫২৪৮৯২)।

 
								
				

 
												