যায় না ধরা লাগামটা আজ দ্রব্যমূল্য বাড়ছে, দমটা ফুরায় ধুঁকে ধুঁকে গরীব-দুঃখী মরছে।
তাল ছেঁড়া সব টালবাহানা দিচ্ছে সিন্ডিকেট, সবার পেটে লাথি মেরে ভরছে তার পকেট।
চলতে যদি থাকে এমন নিত্য প্রতিদিন, ঘরে-বাইরে মরবে গরীব দেশ হবে বিলীন!