গাংনীতে অবশিষ্ট ৫শ’ মে:টন ধান সংগ্রহের লক্ষ্যে লটারি অনুষ্ঠিত।

মেহেরপুরের গাংনী উপজেলায় অতিরিক্ত ৫শ’৪৫টন ধান সংগ্রহের লক্ষ্যে প্রকৃত কৃষক বাছাইয়ের জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এর উপস্থিতিতে লটারি ঘোষনা করেন খাদ্র পরিদর্শক মোঃ মতিয়ার রহমান।

এবারের লটারিতে পৌরসভা থেকে ৫৭৭ জন কৃষকের মধ্যে থেকে ১৬ জন, ধানখোলা ইউনিয়ন থেকে ৭৮৩ জনের মধ্যে ৬৭টি জন, তেতুলবাড়িয়া ইউনিয়ন থেকে ২শ৯৮জনের মধ্যে থেকে ২৯জন, রাইপুর থেকে ৯শ’ ৪৭ জনের মধ্যে ২৫জন,কাথুলী থেকে ৮শ’ ২১জনের মধ্যে ৪৬ জন, কাজিপুর ইউনিয়ন থেকে ৯৮জনের মধ্যে ৭২জন,বামন্দী থেকে ৩শ’২০ জনের মধ্যে ৯১জন, ষোলটাকা থেকে ৬৮৯ জনের মধ্যে ৪৫জন,মটমুড়া থেকে ৩শ’ ৩৮ জনের মধ্যে থেকে ৮২জন ও সাহারবাটি ইউনিয়ন থেকে ৬শ’২৬ জনের মধ্যে থেকে ৭২ জন কৃষক নির্বাচন করা হয়।

বিগত লটারিতে যেসব কৃষক বাদ পড়েছিলেনন তাদের মোট ৫হাজার ৫শ’৯৭ জনের মধ্যে থেকে এবার ৫শ’ ৪৫জন কৃষককে নির্বাচন করা হয়।

আরো পড়ুন-করোনাভাইরাস: দেশে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার তথ্যে গরমিল