মেহেরপুরের গাংনীতে আমান ফিড লিমিটেডের স্থানীয় ডিলারের উদ্যোগে স্থানীয় মুরগির খামারিদের নিয়ে ‘আধুনিক খামার গড়ি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে গাংনী উপজেলা শহরের একটি রিসোর্টে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন আমান ফিড লিমিটেডের স্থানীয় ডিলার মেসার্স শরফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সালাহউদ্দিন টিপু।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ড. চিন্ময় মৈত্র। তিনি উপস্থিত খামারিদের উদ্দেশ্যে নিয়মতান্ত্রিকভাবে খামার পরিচালনার মাধ্যমে অধিক লাভবান হওয়ার পরামর্শ দেন।
প্রধান আলোচক ছিলেন আমান ফিড লিমিটেডের এক্সিকিউটিভ ড. সামাদ আরেফিন। তিনি আধুনিক পোল্ট্রি খামার গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারটি সঞ্চালনা করেন আমান ফিড লিমিটেডের এক্সিকিউটিভ (ফিস ফিড সেলস অ্যান্ড টিএস) জোবায়িদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমান ফিড লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাইমন সিদ্দিকী, এক্সিকিউটিভ ড. রোমানস এবং স্থানীয় খামারি মো. আরজ আলী।
সেমিনারে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১১০ জন নারী ও পুরুষ খামারি অংশগ্রহণ করেন।