গাংনীতে ইউপি নির্বাচনে নৌকার দক্ষ পাঁচ মাঝি

দ্বিতীয় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতােমধ্যে নির্বাচন কমিশন থেকে উপজেলার কাথুলী, তেঁতুলবাড়ীয়া,বামন্দী,মটমুড়া ও সাহারবাটী ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘােষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর এ ৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলো হলো-কাথুলী, তেঁতুলবাড়ীয়া, বামন্দী, মটমুড়া ও সাহারবাটী ইউনিয়ন পরিষদ।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর।

নির্বাচনে গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নির্বাচন করা হয়। এরা হলেন-কাথুলী ইউনিয়নে-ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, মটমুড়া ইউনিয়নে- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে-সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ-আল-মামুন, সাহারবাটী ইউনিয়নে-সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মরহুম বজলুল হকের ছেলে মশিউর রহমান, বামন্দী ইউনিয়নে- সাবেক ছাত্রলীগ নেতা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল।

মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক এবং গাংনী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম মোস্তফা।

প্রার্থীদের নাম প্রকাশের সাথে সাথে, এসব নির্বাচনী এলাকার মাঠে-ঘাটে, চায়ের দােকানে নির্বাচনী আলোচনা সরব অনেক। প্রার্থীর সমর্থনকারিরা আনন্দ মিছিলও করছেন।