গাংনীতে ইজিবাইক উল্টে শিক্ষকসহ আহত -৬

মেহেরপুরের গাংনীতে দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে ইজিবাইক উল্টে শিক্ষকসহ ৫ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে চেংগাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেনঃ পীরতলা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক শরিফুল ইসলাম (৫৮) একই মাদ্রাসার শিক্ষার্থী সুরাইয়া খাতুন, নাজমা খাতুন, সিনথিয়া ও মোমিন। তবে ইজিবাইক চালক ও গাড়ীর তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

পীরতলা গ্রামের কছিমদ্দিনের ছেলে ইজিবাইক চালক আক্তার জানান, পরীক্ষা শেষে গাংনী আলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষার্র্থীদের নিয়ে বাড়ী ফেরার পথে উপজেলার চেংগাড়া বাসস্ট্যান্ড নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শী চেংগাড়া গ্রামের ফজলুল হকের ছেলে কামাল ও তার পরিবারের লোকজন আহদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।