গাংনীতে ওএমএসের চাউল বিক্রি শুরু

গাংনীতে ওএমএস কার্যক্রম সম্প্রসারণের অধীনে ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে প্রতিদিন ৬ টন (১২ হাজার কেজি) চাউল বিক্রি করা হবে।

গাংনী পৌর এলাকায় তিন জন ডিলার ওএমএস এর মাধ্যমে সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি দরে এই চাল বিক্রি করবেন

গাংনী উপজেলা ও গাংনী খাদ্য অফিসের উদ্যোগে পৌর এলাকার তিনটি ওএমএস কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।

গাংনী উপজেলা খাদ্য অফিসের উপ-খাদ্য পরিদর্শক ফাহিম ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার।

এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজমুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গাংনী পৌর এলাকায় ৩টি ডিলারের মাধ্যমে ওএমএস র মাধ্যমে প্রতিদিন ৬ হাজার কেজি চাল বিক্রি করা হবে।