গাংনীতে করোনা ভাইরাস সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

মানবজাতিকে কোভিড-১৯ এর করাল গ্রাস এবং এ ভাইরাস বিস্তার রোধে করণীয়, প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মেহেরপুরের গাংনীতে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে চতুর্থ দিনের প্রশিক্ষণ ও চারদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় চলতি মাসের ১৬, ১৭, ১৯ ও ২২ তারিখে মোট চারটি ব্যাচে এ প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সেসন পরিচালনা করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সাদিয়া সুলতানা। করোনা ভাইরাসের উৎপত্তি ও প্রতিরোধে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষক ডাঃ হামিদুল ইসলাম করোনা ভাইরাসের লক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষক ডাঃ শাদমান সাকিব নাহিদ করোনা প্রতিরোধে করণীয়, হাত ধোয়ার সঠিক নিয়ম ও মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষনের শেষাংশে ভাইরাসের ঝুঁকি ও ভাইরাসে মুত্যুবরণকারীদের দাফন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।