গাংনীতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা : ৪ জনের বিরুদ্ধে মামলা

মেহেরপুরের  গাংনীতে প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রাব্বি হোসেন (২২) সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ঐ কলেজ ছাত্রীর ভাই ইসতিয়াক আহমেদ বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় কাজীপুর বর্ডার পাড়ার রেজাউল হকের ছেলে ডিস ব্যবসায়ী লম্পট শাহরিয়ার হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে, গাংনীর সীমান্তবর্তী কাজীপুর ডিগ্রী কলেজের নতুন ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনে কলেজ চলাকালীন দুপুর সাড়ে ১২ টার সময় কলেজের সিঁড়ি থেকে পূর্বপরিকল্পিতভাবে কলেজের ১ম বর্ষের ছাত্রী (কাজলী-ছদ্মনাম)কে জোরপূর্বক ধরে নিয়ে ৪র্থ তলার উপরের সিড়িতে নিয়ে (চিলে কোঠা) টানা হেঁচড়া করে এবং ছাত্রীর স্পর্শকাতর স্থানে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়।  এসময় তাকে সহায়তাকারী কাজীপুরের সাজ্জাদ, ঘরামী পাড়ার মন্টুর ছেলে সাঈদ ,ফরিদের ছেলে ফারুক ও হোসেন সিঁড়ির গেটে পাহারাদার হিসাবে অপেক্ষা করছিল। উদ্দেশ্য ছিল ছাত্রীটিকে পালাক্রমে ধর্ষন করার।

এসময় শ্লীলতাহানির স্বীকার ছাত্রীর বান্ধবী ঝর্ণা অবস্থা বেগতিক দেখে তার ক্লাসের বন্ধু রুবেলকে বিষয়টি জানায়। রুবেল তার বান্ধবীকে উদ্ধারের জন্য পার্শ্ববর্তী তাইয়ূম আলীর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে।

ততক্ষণে লম্পট দল পালিয়ে যায়। এসময় কলেজের অধ্যক্ষ মোকাদ্দেসুর রহমানের অবর্তমানে ভাইস প্রিন্সিপাল রফিকুজ্জামান প্রশাসনের সহযোগিতা কামনা করেন।কলেজে প্রকাশ্যে এরকম ঘটনায় অভিভাবকগন উদ্বিগ্ন হয়ে পড়েছে।

এব্যাপারে গাংনী থানা ইনচার্জ ওবাইদুর রহমান জানান, কলেজ ছাত্রী উত্যক্তকারী রাব্বিকে আটক করা হয়েছে॥ শিশু ও নারী নির্যাতন দমন আইনের ১০(৩০) ধারায় মামলা হয়েছে। মামলা নং ০২। তাং ০৪-১০-১৯। জড়িত অন্যান্যদেরকের আটক করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

গাংনী প্রতিনিধি :