গাংনীতে কুলের আটি শ্বাসনালীতে আটকে স্কুল ছাত্র নিহত

গাংনীতে কুলের আটি শ্বাসনালীতে আটকে স্কুল ছাত্র নিহত

বরইয়ের (কুল) আটি শ্বাসনালীতে বেঁধে মো: মুরছালিন ইসলাম ওরফে জয় (১১) নামের এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

নিহত মুরছালিন ইসলাম ওরফে জয় গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের মন্ডলপাড়ার জহির উদ্দিনের ছেলে ও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।

মুরছালিনের শিক্ষক সহড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুজ্জামান তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মো: মুরছালিন ইসলাম বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।

তিনি জানান, আজ শুক্রবার (২৩ ফেব্রয়ারি) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

মুরছালিনের মা রওশনারা খাতুন জানান, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালের দিকে বাড়ির গাছের কুল খেয়েছিলো। এসময় অসাবধানতাবসত কুলের একটি আটি খেয়ে ফেলে। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। একদিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় মুরছালিন।

মা রওশনারা খাতুন আরও জানান, আটিটি তার শ্বাসনালীতে আটকিয়ে মারা গেছে বলে চিকিৎসক জানিয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গ্রামের বাড়ি সহড়াবাড়িয়াতে শিশটির দাফন সম্পন্ন হয়েছে।