গাংনীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগীতা

 জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ উপলক্ষে বিভিন্ন বিষয়ে সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ মে) সকাল ১০ টার সময় গাংনী অডিটরিয়ামে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার।
প্রতিযোগীতার বিষয় ছিল কেরাত, হামদ নাত, বিতর্ক, রচনা, হাতের লেখা, কবিতা অঅবৃতি উপস্থিত বক্তৃতা, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারী গাস, উচ্চা্গং নৃত্য ও লোক নৃত্য।
গাংনী মাধ্যমিক শিক্ষা অফিস জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ অঅয়োজন করে।
এসময় সহকারী মাধ্যমিক অফিসার মনিরুল ইসলাম,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সৈয়দ জাকির হোসেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমসহ বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
গাংনী উপজেলা সন্ধানী স্কুল এন্ড কলেজ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ, প্রি-ক্যাডেট মাধ্যমিক বিদ্যালয়, বামন্দী নিশিপুর এন্ড কলেজ, বাওট সোলাইমানীয় মাধ্যমিক বিদ্যালয়, জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব প্রতিযোগীতায় অংশ নেন।
এসব অনুষ্ঠানে বিচারকের দায়ীত্বে পালন করেন বাংলাদেশ টেলিভিশন ও রাজশাহী বেতারের শিল্পী গোলাম আম্বিয়া, খুলনা বেতারের শিল্পী মাহবুবা আক্তার বিউটি, সাংবাদিক আমিরুল ইসলাম, ও মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন।