গাংনীতে জামিনে মুক্তি পেয়ে মারধরের অভিযোগ

মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রামে জুয়েল ও বেনজির হোসেন নামের দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বিকালে সাহারবাটি চারচারা বাজারে তাদের মারধর করা হয়।

এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিউল ইসলামের ছেলে জুয়েল জানান, সম্প্রতি আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সমসের আলী, রফি, বাবুর আলী সহ তাদের সহযোগিরা।

এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় আসামীরা জামিনে মুক্তি পেয়ে সোমবার সন্ধ্যায় টুটুলের নেতৃত্বে দুলাল সহ পূর্বের মামলার এজাহার নামীয় ৩ জন আসামী আর্তকিত হামলা করে আহত করে।

এ বিষয়ে কথা বলতে চাইলে টুটুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। মারধরের ঘটনায় এখন পর্যন্ত কেউ এজাহার দায়ের করেনি।