গাংনীতে জোড়া খুন মামলার আসামীর ধান ছিনিয়ে নিয়েছে গ্রামবাসি

গাংনীর লক্ষিনারায়ানপুর-ধলা গ্রামের জোড়া খুন মামলার এজাহার নামীয় পলাতক আসামী আব্দুল হান্নানের জমির ধান কেটে নিয়ে যাওয়ার সময় ছিনিয়ে নিয়েছেন গ্রামবাসি।
এ নিয়ে আসামী আব্দুল হান্নানের শশুর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী অবশেষে গাংনী থানার স্বরনাপন্ন হয়েছেন।
আব্দুল হান্নানের ছেলে মিঠু হোসেন (১৫) জানান, লক্ষিনারায়নপুর-ধলা গ্রামের জুগুগাড়ির মাঠে আমাদের ২ বিঘা জমিতে ধান ফসল আছে। গতকাল রোববার সকাল থেকে ধান কাটা হয়েছে। বিকালের দিকে গাড়িতে করে ধান তুলে নিয়ে যাওয়ার সময় তারা দুই গাড়ি ধান ছিনিয়ে নিয়ে যায়।
লক্ষিনারায়নপুর ধলা গ্রামের পল্টু হোসেন, লাল্টু হোসেনের নেতৃত্বে ১০/১২ জন লোক ধারালো হাসুয়া ধরে ধানের গাড়িসহ ছিনিয়ে নিয়ে যায়।
মিঠু হোসেন জানান, আমার বাবা হত্যা মামলার আসামী হতে পারে। আমাদের ফসল তো কারোর ক্ষতি করেনি। আমাদের ফসল আমরা কেটে নিচ্ছি। তারা ছিনিয়ে নেবেন কেনো।
মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী জানান, আমি মামলার আইও গাংনী থানার তদন্ত অফিসাররের কাছে এসেছি। পুলিশ আমাদের যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই আমরা কাজ করছি।