গাংনীতে টোকাইয়ের উস্কানিতে যুবককে পিটিয়ে আহত

গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের এক টোকাইয়ের উস্কানিতে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে বেদম প্রহার করে হাসপাতালে পাঠিয়েছেন পিতা পুত্র।

আহত জাহিদুল ইসলাম মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে তার চিকিৎসা চলছে।
জাহিদুল ইসলাম গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের উত্তরপাড়া এলাকার মৃতু ওমর আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৯ টার দিকে গাংনী উপজেলার গোপলনগর গ্রামের মাসুদুর রহমান ও তার ছেলে মিলন হোসেন মারপিট করে আহত করে।

ইকতার আলী জানান, হাড়িয়াদহ গ্রামের বেনাগাড়ির মাঠে পার্শ্ববর্তি গোপালনগর গ্রামের আনসার আলীর একটি অকেজো স্যালো মেশিন দীর্ঘদিন যাবৎ পড়ে আছে। ফলে স্যালো মেশিনের পাইপটি বন্ধ হয়ে গেছে।

গতকাল বুধবার হাড়িয়াদহ গ্রামের টোকাই চান কুমার দাশ গোপালনগর গিয়ে মিথ্যে তাল মেরে উস্কানি দিয়েছে। উস্কানিতে বলা হয়েছে ওই স্যালো মেশিনের পাইপের মুখ হাড়িয়াদহ গ্রামের জাহিদুল বন্ধ করে দিয়েছেন। টোকাই চান কুমারের লাগানো উস্কানিতে আজ বৃহস্পতিবার জাহিদুলকে গোপালনগর গ্রামের মধ্যে পেয়ে মাসুদ ও তার ছেলে মিলন বেদম মারপিট করে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার কানে সমস্যা হওয়ায় মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে রেফার্ড করে।

এঘটনায় আহত জাহিদুল ইসলাম বাদী হয়ে হামলাকারী পিতা পুত্রের নামে গাংনী থানায় একটি অভিযোগ দিয়েছেন।