গাংনীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা

গাংনীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি, জমা পানি সর্বনাশা,এডিস মশা বাধে বাসা, তিনদিনে একদিন, জমা পানি দিন” এ প্রতিপাদ্যে  ডেঙ্গুসহ  মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা মুলক র্যালী ও আলোচনা সভা করেছে গাংনী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সুপ্রভা রানী।

আলোচনা সভায় গাংনী উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে একটি র্যালী গাংনী উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।