গাংনীতে তুচ্ছ ঘটনায় ইটের আঘাতে মা ছেলে জখম

মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনায় সজিব নামের এক যুবকের ইটের আঘাতে অন্তঃসত্ত্বা মা ও ছেলে জখম হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কলোনীপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- বাঁশবাড়িয়া গ্রামের কলোনীপাড়ার হাফিজুল ইসলামের স্ত্রী এরিনা পারভীন (২৮) ও তার ছেলে রুমন (১১)। সজিব একই পাড়ার এনামুল হকের ছেলে।

রুমনের পিতা হাফিজুল ইসলাম জানান, স্থানীয় মনিরুল ইসলামের ছেলে পারভেজ আমার ছেলে রুমনকে ফুটবলে লাথি মারতে বলে এ সময় রুমন ফুটবলে লাথি মারলে ফুটবলটি পাশে পুকুরে পড়ে যায়।

এ সময় সজিব রুমনকে ফুটবলটি তুলে আনার জন্য বলে। রমন অপারগতা জানালে সজিব রুমনকে মারধর ও ইট ছুঁড়ে তাকে জখম করে। এ সময় তার অন্তসত্ত্বা মা এরিনা পারভীন তাকে ঠেকাতে গেলে সজিব তাকেও ইট দিয়ে আঘাত করে আহত করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছিল।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে এরিনা পারভীনকে ভর্তি রাখা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ঘটনার কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।